নারী রোগীদের জন্য পৃথক ওটি ও লেবার রুম
নারী রোগীদের ক্ষেত্রে ওটি কমপ্লেক্স সম্পূর্ণভাবে লেবার রুম থেকে আলাদা রাখা হয়েছে। এতে গোপনীয়তা রক্ষা হয় এবং লিঙ্গ-সংবেদনশীল পরিবেশ বজায় থাকে।
স্বাভাবিক প্রসব নারী চিকিৎসক ও দক্ষ নারী নার্সদের মাধ্যমে সংশ্লিষ্ট লেবার রুমে সম্পন্ন করা হয়।
---
অস্ত্রোপচারের পরবর্তী চেম্বার ও এইচডিইউ সুবিধা
অস্ত্রোপচারের পর রোগীদের উন্নত যন্ত্রপাতি-সজ্জিত পোস্ট-অপারেটিভ রুমে স্থানান্তর করা হয়, যাতে তারা দ্রুত সুস্থ হতে পারেন।
এখানে একটি হাই ডিপেনডেন্সি ইউনিট (HDU) রয়েছে, যেখানে এমন রোগীদের রাখা হয় যাদের নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হলেও পূর্ণাঙ্গ আইসিইউ সাপোর্ট জরুরি নয়।