নবজাতকদের জন্য NICU(নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র)।
বড় শিশুদের জন্য PICU (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র)।
নবজাতকদের জন্ডিসের চিকিৎসার জন্য অত্যাধুনিক LED মেশিনে ফটো-থেরাপী স্বল্প ওজনের নবজাতকদের জন্য/উভয় ধরনের ইনকিউবেটর Open Incubetor(খোলা ইনকিউবেটর) এবং Close Incubetor(বন্ধ ইনকিউবেটর)
মারাত্বক শাসকষ্ট শিশুদের জন্য সর্বাধুনিক CPAP মেশিনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস প্রদান